ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বাড়ি ফিরে পেতে মওদুদের রিট দুই সপ্তাহ মুলতবি

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১০ জুলাই ২০১৭ , ০১:৩১ পিএম


loading/img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদনের শুনানি আরো দুই সপ্তাহ মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই বিষয়ে নিম্ন আদালতে করা মওদুদের আরো একটি মামলা (স্যুট) থাকায় সেটি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সময় দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

গেলো ৮ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন মওদুদ আহমদ।পরে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ শুনানি মুলতবি করে পরবর্তী শুনানির জন্য ২ জুলাই দিন ঠিক করেন। বিনা নোটিশে রাজউক কর্তৃক বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

মওদুদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গুলশান-২ এর ১৫৯ নম্বরের বাড়িটিতে চার দশকেরও বেশি সময় ধরে থাকতেন বিএনপি নেতা মওদুদ আহমদ। এক বিঘা ১৩ কাঠা জমির ওপর প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের জমিটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে তিনি ওই বাড়ির মালিকানা পান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্র এহসানের স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামে নিবন্ধন করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ছাড়েন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।

বিজ্ঞাপন

ওই বছরই মওদুদ ওই বাড়ির দখল নেন। কিন্তু ইনজে মারিয়া প্লাজের মৃত্যুর পর ভুয়া আমমোক্তারনামা তৈরি করে মওদুদের ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির দখল নেয়া হয়। কিন্তু যে তারিখে ইনজে মারিয়া প্লাজ আমমোক্তারনামা করেছেন বলে দাবি করা হয়েছে, তার আগেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

২০১৩ সালে দুদক এই বাড়ি দখলের অভিযোগে মওদুদের নামে মামলা করে। এরপর আদালত বিএনপি নেতার বিরুদ্ধে রায় দিলে তিনি উচ্চ আদালতে যান। সবশেষ গত ৪ জুন আপিল বিভাগ মওদুদের রিভিউ আবেদন নাকচ করে দেন। আর ৭ জুন মওদুদকে উচ্ছেদ করে রাজউক। সেদিনই মওদুদ বিচারিক আদালতে একটি মামলা করেন।

এর পরদিন উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন মওদুদ। এতে বাড়িটি ফিরিয়ে দেয়ার আবেদনও করা হয়। পরে ৮ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি শেষে ২ জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়।

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |