ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

৮৬ বছরে মেসিই সেরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৭ আগস্ট ২০১৭ , ০৯:৩১ পিএম


loading/img

স্প্যানিশ লিগ লা লিগার প্রথম মৌসুম মাঠে গড়ায় ১৯২৯ সালে। এরপর একে একে গড়িয়েছে ৮৬ মৌসুম। এ দীর্ঘ সময়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি।

বিজ্ঞাপন

সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

স্প্যানিশ ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান বিষয়ক গবেষণা কেন্দ্র (সিআইএইচইএফই) গবেষণাটি করেছে। এর নেতৃত্ব দেন হোসে আন্তেনিও ওর্তেগা।

বিজ্ঞাপন

গবেষণাতে দেখা গেছে, লা লিগার ৮৬ বছরের ইতিহাসে সেরা খেলোয়াড় মেসি। দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রাউল গঞ্জালেস। ১৯৯৪-২০১০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেন তিনি। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় সিজার রদ্রিগেজ। তিনি ন্যু ক্যাম্পে ছিলেন ১৯৪১-১৯৬০ সাল পর্যন্ত। চতুর্থ স্থান দখল করেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের তারকা টেলমো জারা। তিনি লা লিগা মাতান ১৯৪০-১৯৫৭ সাল পর্যন্ত। পঞ্চম স্থানে রয়েছেন স্পোর্টিং গিজন ও বার্সার সাবেক তারকা এনরিক ক্যাস্ত্রো ‘কুইনি’। আর খুদে জাদুকরের চির-প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ঠাঁই পেয়েছেন ১৭তম স্থানে।

লা লিগার ইতিহাসে সেরা খেলোয়াড় বেছে নিতে গবেষণায় আমলে নেয়া হয় প্রতি মৌসুমে খেলোয়াড়দের গোল, লাল কার্ড, মাঠে খেলার সময়। স্প্যানিশ লিগের ৮৬ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ৮৫৪ জন গোলরক্ষকসহ ৯ হাজার ২৮০ খেলোয়াড় অংশ নিয়েছেন। এদের সবাইকে টপকে সেরা হয়েছেন আর্জেন্টাইন ফুটবল বিস্ময় মেসি। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি ৩০০ ওপর গোল করেছেন। বার্সেলোনার জার্সি গায়ে পাঁচবারের ফিফা বর্ষসেরার গোল ৩৪৯।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |