ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ইনজুরির শঙ্কা উড়িয়ে দিলেন ডি পল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ , ১২:১৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

মরুর বুকে প্রথম বিশ্ব ফুটবল আসরে শেষ চারে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুক্রবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

ম্যাচের আগে কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে  অনুশীলনে নামে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। এদিন সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করেন রদ্রিগো ডি পল। লে আলবেসেলিস্তাদের এই মিডফিল্ডারকে নিয়ে ইনজুরির শঙ্কা জাগে। শঙ্কা জাগে শেষ আটে তার খেলা নিয়েও।

গণমাধ্যমের তথ্যমতে, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ডি পল, যার শুরুটা অনুশীলন থেকেই।

বিজ্ঞাপন

তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ডি পল দাবি করেছেন, তিনি ঠিক আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সবকিছু ঠিক আছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং নতুন একটি ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। চলো আর্জেন্টিনা, সবাই একসঙ্গে এগিয়ে যাই।

বিজ্ঞাপন

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rodrigo De Paul (@rodridepaul)

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |