চলতি কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে নেই অ্যানহেল ডি মারিয়া। কিন্তু ইনজুরির শঙ্কায় থাকা ডি পল থাকছেন শুরুর একাদশে। অন্যদিকে শক্তিশালী দল নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে নেদারল্যান্ডস।
শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ভার্জিল ফান ডাইকের ডাচদের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, মোলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, লিওনেল মেসি, আলভারেজ।
ফরমেশন : ৪-৩-৩
নেদারল্যান্ডসের শুরুর একাদশ: আন্দ্রেস নোপার্ট, ভিরজিল ফন ডাইক, নাথান একে, জুরিন টিম্বার, ফ্রাঙ্কি ডি ইয়ং, মার্টেন ডি রুন, বারুইন, ড্যালি ব্লিন্ড, ডেঞ্জেল ডাম্ফ্রিস, মেমপিস ডিপে, কোডি গাকপো।
ফরমেশন : ৩-৪-২-১