ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ব্রাজিলকে খোঁচা দিয়ে ড্রেসিংরুমে মেসিদের উল্লাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ , ০১:২৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার পর ড্রেসিংরুমে ফিরে এই জয় উদযাপন করল লে আলবিসেলেস্তেরা। সেখানে ব্রাজিলকে খোঁচা মেরে সমর্থকদের বানানো গানে তাদের নাচতে দেখা যায়। মেসিদের সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফুটবলবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম।

অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সেমিতে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয়ের অল্প কিছুক্ষণের মধ্যেই ড্রেসিংরুমে উল্লাসে মাতে আর্জেন্টিনার খেলোয়াড়েরা। আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই উল্লাসের ভিডিও শেয়ার করেন।

বিজ্ঞাপন

ওতামেন্দির পোস্ট করা গানটি আর্জেন্টাইন ফুটবলে বেশ জনপ্রিয় ও পরিচিত। জাতীয় দলের উদযাপনে গানটি বেশ কয়েকবার গানটি গেয়েছিল লে আলবিসেলেস্তেরা। এবার ফাইনাল নিশ্চিত করে সেলেসাওদের খোঁচা মেরে সমর্থকদের বানানো গানটি গাইলো লিওনেল স্কালোনির শিষ্যরা।

বাংলা ভাষায় গানটির প্রথম কয়েক লাইনের অর্থ হলো, কুঁকড়ে যাওয়া পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, কী হলো তোমাদের? রিওর উদ্দেশে যাত্রা করে কাপটা রেখে দিলো মেসি-আমরা আর্জেন্টাইনরা, সবসময়ই প্রেরণাদীপ্ত থাকব-চোখে যে আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন-আমরা আর্জেন্টাইন, ম্যারাডোনাকে ও মালভিনাসকে (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) ভুলে যাইনি-আমরা এমনই, তোমাদেরও প্রেরণা দিই, আর্জেন্টিনাকে সব জায়গায় অনুসরণ করি।

মরুর বুকে প্রথম বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় দলটি। এরপরই পুরোদমে ঘুরে দাঁড়ায় মেসিরা। টানা পাঁচ জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার ক্রোয়েশিয়ার কাছে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আর তাদের এই উদযাপন দুই দলের সমর্থকদের মধ্যে চিরবৈরিতা আরও জমিয়ে দিলো।

বিজ্ঞাপন

সূত্র : মার্কা, গোল ডটকম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |