ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু শনিবার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ , ০৪:১৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় শুরু হচ্ছে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্ট আগামী শনিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে শুরু হবে। যেখানে অংশ নেবে দেশের ৩২টি সংবাদমাধ্যমের সদস্যরা। 

বিজ্ঞাপন

এই উপলক্ষে বুধবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাকক্ষে টুর্নামেন্টের সংবাদ সম্মেলন, ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সেখানে জানানো হয়েছে, এবারের টুর্নামেন্টে ৩২টি সংবাদমাধ্যম ৮ গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে মাঠে নামবে। এরপর ৮ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে। পরে সেমিফাইনাল ও ফাইনাল খেলা দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। 

বিজ্ঞাপন

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) তেহসিনা খানম, বিএসজেএর সভাপতি এ টি এম সাঈদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসজেএর যুগ্ম সম্পাদক এস এম সুমন। এবারের আসরেও টাইটেল স্পন্সর হিসেবে থাকছে কুল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |