ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিপিএলের প্লে-অফে ৪ দল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৪৯ পিএম


loading/img

দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে চলে এসেছে। তবুও রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের ম্যাচে সব দলগুলোর প্রায় ২-৩টি করে ম্যাচ বাকি রয়েছে। কিন্তু এরই মধ্যে কোন চারটি দল পরবর্তী রাউন্ডে খেলবে, তা আগেভাগেই নিশ্চিত হয়ে গেছে। 

বিজ্ঞাপন

এবারের বিপিএলের প্লে অফ নিশ্চিত করা চার দল হলো- সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স। ফলে বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদায়ঘণ্টা বেজে গেছে। 

আরও পড়ুন: বিপিএলের মাঝেপথেই ওমরাহ করতে গেলেন সাকিব

বিজ্ঞাপন

তবে প্লে অফে কোয়ালিফায়ার ম্যাচের জন্য কোন দুটি দল প্রথম ও দ্বিতীয় হয়, সেটাই এখন দেখার বিষয়। কারণ সেরা দুই দল ফাইনালে ওঠার জন্য প্লে অফে দুটি করে সুযোগ পাবে। তিন আর চারে থাকা দুই দল প্লে-অফে একটি ম্যাচ হারলেই বাদ।

এবারের বিপিএলে ১০ ম্যাচে আট জয় ও দুই পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। দুইয়ে থাকা সাকিবের ফরচুন বরিশাল ১০ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। 

আরও পড়ুন: শহিদ আফ্রিদির মেয়ের জামাই হলেন শাহিন আফ্রিদি

বিজ্ঞাপন

পয়েন্ট তালিকায় তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। সমান ৯ ম্যাচে ছয় জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিনে কুমিল্লা।  

বিজ্ঞাপন

বাদ পড়া বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স ১১ ম্যাচে ৬, খুলনা টাইগার্স ১০ ম্যাচে ৪ আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করায় তাদের পরের রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফলে মাশরাফীর সিলেট, সাকিবের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের মধ্যে কারো হাতেই উঠবে চ্যাম্পিয়নের শিরোপা।

আরও পড়ুন: ২০২৪ প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে ৪০ দেশ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |