চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে ফাইনালে ওঠার লড়াইয়ে লড়ছে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার খেলা জমে উঠেছে।
মিরপুরে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুর ওপেনার রনি তালুকদারের ব্যাটে ভর করে ১০ ওভারে তুলে ফেলেছে ৮৩ রান।
অবশ্য এই রান তুলতে গিয়ে ৩ উইকেট হারিয়ে ফেলেছে দলটি। বাকি দশ ওভারে রংপুরকে করতে হবে বরাবর ১০০ রান। হাতে থাকছে ৬০ বল।
মিরপুরে এদিন সিলেটের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। উড়িয়ে আনা ইংলিশ তারকা ক্রিকেটার স্যাম বিলিংস করতে পারে মোটে ১ রান। তিনে নেমে শামীম হোসেন পাটোয়ারি করতে পারেন মাত্র ১৪ রান।
চারে নেমে নিকোলাস পুরান ঝড় তোলে মন্থর শুরু করা রংপুরের রান রেট বাড়িয়ে দেন। এই ক্যারিবিয়ান মাত্র ১৪ বলে ১টি চার ও ৪টি ছয়ে করেন ৩০ রান। পুরান ফিরে গেলে কিছুটা বিপাকে পড়ে রংপুর।
তবে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে দলকে ফাইনালে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রনি তালুকদার। এই রংপুর ওপেনার অপরাজিত আছেন ৩৪ রানে। সঙ্গী আছেন সোহান।