ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নো ও ওয়াইড বলে রিভিউ নেওয়ার সুযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ মার্চ ২০২৩ , ০৭:০০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো টি-টোয়েন্টি সংস্করণে আম্পায়ারের দেওয়া যেকোনো সিদ্ধান্তে রিভিউ নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতায় ‘নো বল’ ও ‘ওয়াইড’ বিষয়ে ক্রিকেটাররা ফিল্ড আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানাতে পারবেন।

বিজ্ঞাপন

এরই মধ্যে চলতি উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) বা নারী আইপিএলে এই বিষয়টি চালু করা হয়েছে। আসন্ন আইপিএলেও এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। 

এ বিষয়ে এক প্রতিবেদনে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেটাররা অনফিল্ড আম্পায়ারের ওয়াইড কিংবা নো বলের সিদ্ধান্তে রিভিউ করার জন্য আবেদন জানাতে পারবেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও জানানো হয়, নতুন এই নিয়ম অনুযায়ী আলাদা করে বাড়তি কোনো রিভিউ নেওয়ার সুযোগ নেই। একটি ম্যাচের এক ইনিংসে প্রতিটি দল দুটি করে রিভিউ নেওয়ার সুযোগ পান। আগের মতোই এই দুটি রিভিউ থেকে ওয়াইড ও নো বলের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানানোর সুযোগ থাকবে।

এদিকে গত ১ মার্চ নারী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচে এমন রিভিউয়ের বিষয়টি লক্ষ্য করা গেছে। ম্যাচে মুম্বাইয়ের সায়কা ইসহাকের করা একটি বলে ওয়াইডের সিদ্ধান্ত দেন ফিল্ড আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা যায়, বলটি স্ট্রাইকে থাকা মনিকা প্যাটেলের গ্লাভসে লেগেছে। এতে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন আম্পায়ার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |