ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সিরিজ জয়ের মিশনে টাইগারদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মার্চ ২০২৩ , ১১:৪৭ এএম


loading/img
ছবি- ক্রিকইনফো

ঘরের মাঠে ওয়ানডের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও দাপট দেখাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর টাইগারদের সামনে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। বুধবার (২৯ মার্চ) আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে জয়ের স্বাদ পাবে সাকিব বাহিনী।

বিজ্ঞাপন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। 

সিলেটে ওয়ানডে সিরিজে আইরিশদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল দেশের ক্রীড়াঙ্গনের প্রাণভোমরাদের। কিন্তু বৃষ্টির বাধায় সেই যাত্রায় রক্ষা পায় আইরিশরা। এবার টি-টোয়েন্টি সিরিজে সেই আক্ষেপ ঘুচাতে চান তাসকিন-লিটনরা।

বিজ্ঞাপন

এদিকে ম্যাচের আগের দিন টাইগার ক্রিকেটাররা টিম হোটেলেই বিশ্রামেই দিন কাটিয়েছেন। প্রথম ম্যাচে হালকা ইনজুরিতে পড়ায় দ্বিতীয় ম্যাচে ওপেনার রনি তালুকদারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু তাকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট সূত্র।

অন্যদিকে এই ম্যাচে একাদশ থেকে জায়গা হারাতে পারেন আগের ম্যাচে বেশ খরুচে বোলিং করা স্পিনার নাসুম আহমেদ। তার পরিবর্তে একাদশে অভিষেক হতে পারে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বাজির ঘোড়া লেগ-স্পিনার রিশাদ হোসেনের।

উল্লেখ্য, প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃষ্টির বাধার আগে ১৯ দশমিক ২ ওভার শেষে দুইশোর বেশি সংগ্রহ গড়েছিল সাকিবরা। তবে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ ও লুইস মেথডে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করলেও হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের বোলিং তোপে দ্রুতই গুটিয়ে যায় আইরিশ শিবির। এর ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |