ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ওপেনিংয়ে লিটন-রনি জুটির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মার্চ ২০২৩ , ০৪:২৪ পিএম


loading/img

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটে দিন বদলের হাওয়া লেগেছে। তাই একের পর এক নতুন রেকর্ড টাইগারদের ঝুলিতে ধরা দিচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি হানা না দিলে দলীয় সর্বোচ্চ সংগ্রহ পেয়ে যেতেই পারত টাইগাররা।

বিজ্ঞাপন

সেই রেকর্ডের আশা পূরণ না হলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশের ওপেনাররা। আইরিশদের বিপক্ষে উদ্বোধনী জুটিতে মাত্র ৫৬ বলে ১২৪ রানের জুটি গড়েছেন লিটন দাস ও রনি তালুকদার, যা ওপেনিংয়ে এখন এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

আজ বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাস ও রনি তালুকদার ব্যাট হাতে রানের ফোয়ারা রইয়ে দিয়েছেন। ফলে মাত্র ৩.৩ ওভারেই দলের রান অর্ধশতক পার করে নিয়ে গেছেন তারা। এরপর মাত্র ৭.৩ ওভারে তুলে নেয় শতরান।

বিজ্ঞাপন

১২৪ রানের মাথায় দশম ওভারে এই জুটি ভেঙে দেন বেন হোয়াইট। এর আগে ২০২১ সালে ওপেনিংয়ে ১০২ রানের জুটি ছিল মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের। সে জুটির রেকর্ড ভাঙলেন লিটন ও রনি। আগের ম্যাচেও ৯১ রানের জুটি গড়েছিলেন তারা। 

এদিকে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতক করেছেন লিটন দাস। মাত্র ১৮ বলে অর্ধশতক করেন লিটন। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন আশরাফুল। সে রেকর্ডটি নিজের করে নিলেন লিটন। 

এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র ২১ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন লিটন। দ্রুততম অর্ধশতকের তালিকায় সেটি দ্বিতীয় স্থানে ছিল। 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |