চ্যাম্পিয়নস লিগে পর পর দুই আসরের সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি। গেলবার দুই লেগে দুই ক্লাব করেছিল ১১ গোল। প্রথম লেগে ম্যানসিটি জিতেছিল ৪-৩ ব্যবধানে। দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ের গোলে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জেতে রিয়াল।
চলতি মৌসুমে স্প্যানিশ লিগে তৃতীয় স্থানে মাদ্রিদের দলটি। তবে বরাবরের মতো চ্যাম্পিয়নস লিগে তাদের পারফরম্যান্স দারুণ। দলে আছেন বেনজেমা। সবশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পরপর দুটি হ্যাটট্রিক করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
গেল শনিবার স্প্যানিশ কোপা দেল রে শিরোপা জিতেছে রিয়াল। নিজেদের ওপর আস্থা রয়েছে, রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। তবে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা হলান্ডের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
রিয়াল কোচ জানালেন, অবশ্যই হলান্ড ভয়ঙ্কর খেলোয়াড়। দিনের পর দিন নিজের শ্রেষ্ঠত্বের জানান দিচ্ছেন। বিশেষ গোল করার ক্ষেত্রে। শুধু হলান্ডকে নিয়েই বলা ঠিক হবে না। পুরো দলটাই সেরা ফর্মে আছে। রক্ষণ-আক্রমণ সব দিকেই তারা শক্তিশালী। আমরা শুধু হলান্ডকে রুখতে ছক কষছি না। একটি অপ্রতিরুদ্ধ দলকে রুখতে চাইছি।
হলান্ডকে নিয়ে এমন প্রশংসা করার অবশ্যই কারণ রয়েছে। চলতি মৌসুমে সবগুলো প্রতিযোগিতায় সিটিজেন তারকা ৪৮ ম্যাচে করেছেন ৫১ গোল। শুধু চ্যাম্পিয়নস লিগেই ১২ গোল করে রয়েছেন শীর্ষে।
ম্যানসিটি আছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে। মৌসুম জুড়েই অসাধারণ পারফর্ম করছে তারা। তাই লড়াইটা যে জমবে, তা আন্দাজ করা যায়। চ্যাম্পিয়নস লিগের সেমিতে গেল মৌসুমের রিয়ালের বিপক্ষে শেষ সময়ে হেরে যাওয়াটা, আর মনে করতে চান না সিটিজেন কোচ।
গার্দিওলার ভাষ্য, আগে যা ঘটে গেছে, সেটি নিয়ে ভাবছি না। আমরা প্রতিশোধ নিতে আসিনি। এটা আরেকটা সুযোগ। যতক্ষণ প্রতিযোগিতায় আছি, আমাদের সুযোগ থাকবে। আমরা নতুন একটি মৌসুমে আছি। ইচ্ছা ফাইনালে গিয়ে শিরোপা জেতার। গেলবার হয়নি। কারণ ছিল রিয়াল মাদ্রিদ। তারা ভালো করেই জানে, কি করতে হবে আর কি না।
চ্যাম্পিয়নস লিগে দুটি ক্লাব মুখোমুখি হয়েছে আটবার। তিনটি করে জয় রিয়াল ও সিটির। বাকি দুই ম্যাচ ড্র।