জশুয়া লিটল ও লিটন দাস দুজনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে এই সিরিজে ফিরেছেন। তবে ফিরেই ব্যর্থ লিটন, আর আস্থার প্রতিদান দিলেন লিটল।
রানের খাতা না খুলেই লিটন ফেরায় শুরুতেই বড় হোঁচট খেয়েছে বাংলাদেশ শিবির।
ইনিংসের প্রথম ওভারে লিটলের করা ফুল-লেংথের ইনসুইংগিং ইয়র্কারে এলবিডব্লুর ফাঁদে পড়েন লিটন। আর বুটে লাগা বল সহজেই স্ট্যাম্পে ঢুকতো, তা বুঝতে পেরে রিভিউ নেওয়ার প্রয়োজনবোধ করেননি লিটন।
এর আগে মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডের কাউন্ট্রি গ্রাউন্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে যান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ব্যাটিংয়ে নামে সফরকারীরা।
বাংলাদেশের একাদশে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। চোটের কারণে এ সিরিজে নেই তাসকিন আহমেদ। এ ছাড়া বাদ পড়েন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এ দুজনের জায়গায় একাদশে ফেরেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
অন্যদিকে আয়ারল্যান্ড দলে ফেরেন পেসার জশুয়া লিটল। আইপিএলে খেলার কারণে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছুটিতে ছিলেন তিনি।