মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনার্স বোর্ড তৈরির পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ‘হোম অব ক্রিকেট’ মিরপুরেই না, নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও অনার্স বোর্ড তৈরির কথা ভাবছে বিসিবি। এ ছাড়াও দুটি স্টেডিয়ামেই একাধিক বিষয় যুক্ত করার ভাবনা রয়েছে বিসিবির।
বিশ্বের অনেক ক্রিকেট স্টেডিয়ামে এই বোর্ড আছে। সেঞ্চুরি হাঁকালে কিংবা পাঁচ উইকেট নিলে সেই অনার্স বোর্ডে নাম বসে ক্রিকেটারদের।
পুরো বিশ্বে বিখ্যাত লর্ডসের অনার্স বোর্ড, যেকোনো ক্রিকেটারই সেখানে নাম লেখাতেন আগ্রহী। সেখানে নাম রয়েছে, বাংলাদেশের ওয়ানডে দলপতি তামিম ইকবালের। এরপর ২০১৬ সালে দেশের মাটিতে মিরপুর স্টেডিয়ামে একটি অনার্স বোর্ডের ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। ৭ বছর পর হলেও তার সেই ইচ্ছাপূরণ হতে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তার দাবি, অনার্স বোর্ড নিয়ে আমাদের ভাবনা আছে। শুধু মিরপুরেই নয়, শেখ হাসিনা স্টেডিয়ামেও আমরা এটা তৈরির ভাবনায় আছি। অনার্স বোর্ড নিয়ে আমাদের মাঝে একাধিক আলোচনাও হয়েছে। তবে চূড়ান্ত হয়নি কিছু। আমাদের আরও কিছু পরিকল্পনা আছে। যেমন- মিরপুর স্টেডিয়ামে ট্রফি ক্যাবিনেট তৈরি করা। যেন মাঠে ঢুকতেই, তা দৃশ্যমান হয়। এ ছাড়া শেখ হাসিনা স্টেডিয়ামে তো মিউজিয়াম তৈরির ভাবনাও আছে আমাদের।