গত কয়েক আসরে মাত্র তিনটি ভেন্যুতেই গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচগুলো। তবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাইরেও বিপিএলের কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যদিও দর্শকদের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরেই বিপিএলের ভেন্যু বাড়ানোর পরিকল্পনা করছে আয়োজকরা। এমনকি আসন্ন মৌসুম থেকেই ভেন্যু বাড়ানোর প্রসঙ্গটি চাউর হয়েছিল। তবে এবার সম্ভব না হলেও পরবর্তী মৌসুমে অর্থাৎ ২০২৫ সালের দিকে ভেন্যু বাড়ানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (৪ জুলাই) বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তার (ইসমাইল) দাবি, নতুন ভেন্যু হিসেবে খুলনা বা বগুড়া না, বরং রাজশাহীতেই মাঠ প্রস্তুত করা হবে।
ইসমাইল হায়দার মল্লিক জানান, আমরা খুলনার চেয়ে রাজশাহীকে এগিয়ে রাখব এবং আমরা সেখানে বিপিএল খেলতে চাই। খুলনাতে ৩ থেকে ৪টা ভালো হোটেল দরকার। যেটা এখনও হয়নি। যেখানে রাজশাহীতে দুটি নতুন হোটেল রয়েছে, তাই আমি রাজশাহীকে এগিয়ে রাখব। এবার সেখানে ম্যাচ দিতে না পারলেও পরের মৌসুমে চিন্তাভাবনা আছে।
বিসিবির এই পরিচালকের মতে, বরিশালে একটি মাত্র হোটেল আছে; যা বিপিএলের জন্য উপযুক্ত। কিন্তু এক হোটেলে বরিশালে ছয় থেকে সাত-আটটি দল নিয়ে টুর্নামেন্ট করাটা একটা সমস্যা।