ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পেলের রেকর্ড ভেঙে যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:৪৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই ইনজুরিতে কাটিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এর সঙ্গে যোগ হয়েছে ক্লাব পরিবর্তনের ভুল সিদ্ধান্ত। যে কারণে সব মিলিয়ে নেইমারের ঝুলিতে নেই বড় কোনো অর্জন। তবে এরই মধ্যে বনে গেছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক। 

বিজ্ঞাপন

ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগেই নেইমারকে ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছিল। কিংবদন্তি ফুটবলার পেলেকে টপকে রেকর্ডবুকে নাম তোলার। ম্যাচের ৬১তম মিনিট অপেক্ষার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বলিভিয়ার জালে গোল ঠুকে দিয়ে পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখালেন নেইমার।

যদিও পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ডে ৯ মাস আগেই ভাগ বসিয়েছিলেন নেইমার।  তবে এরপর আর জাতীয় দলের জার্সিতে নামা হয়নি তার।

বিজ্ঞাপন

পেলের রেকর্ড ভেঙে উচ্ছ্বসিত নেইমার। তার ভাষ্য, আমি খুবই আনন্দিত। কখনো কল্পনা করিনি, এই রেকর্ড আমার হবে। তবে আমি রেকর্ডটি নিজের করে নিয়েছি। পেলেকে অতিক্রম করেছি মানে এই নয় যে আমি তার চেয়ে বা জাতীয় দলের অন্য কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ভালো। আমি সব সময় চেয়েছি ব্রাজিলের ফুটবল ইতিহাসে এবং ব্রাজিল দলে নিজের নামটা লিখে রাখতে। আজ আমি সেটা করেছি। আমার পরিবার এবং যেসব বন্ধু এখানে আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

নেইমারের রেকর্ডের দিনে তার (নেইমার) প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ ফার্নান্দো দিনিজ। তার (দিনিজ) মন্তব্য, এই দলে চেতনার প্রয়োজন আছে। অনেক মানুষ আছে, যারা জানে না নেইমার এখানে কী নিয়ে আসে। এখানে এসে সে কী করতে পারে। সে গোল করে এবং রেকর্ড ভাঙতে পারে। সে দারুণ এক আদর্শ। মানুষকে এটির স্বীকৃতি দিতে হবে এবং মেনে নিতে হবে। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তাকে কোনো কিছু করতে হয় না। সে যে ধরনের প্রতিভা, তার জন্য এটা স্বাভাবিক।

বলিভিয়ার বিপক্ষে নেইমার ছাড়াও ব্রাজিলের হয়ে জোড়া গোল পেয়েছেন রদ্রিগো। অন্য গোলটি করেছেন রাফিনিয়া।

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |