নিউজিল্যান্ড-ইংল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের। বিশ্বকাপ শুরুর আগ থেকেই কার হাতে উঠবে বিশ্বকাপ, কারা হবেন সেমিফাইনালিস্ট, কারাই বা হবেন সেরা ক্রিকেটার তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। চলছে ভবিষ্যদ্বাণী দেওয়াও।
উদ্বোধনী ম্যাচের ঠিক একদিন আগে বিশ্বকাপের ফাইনালিস্ট কে হচ্ছেন, সেটি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। আর এই লোবোর বেশ সুনাম রয়েছে বৈজ্ঞানিক জ্যোতিষী হিসেবে।
লোবোর ভবিষ্যদ্বাণী অনুযায়ী এবারের বিশ্বকাপ হাতে উঠবে যে অধিনায়কের তার জন্ম ১৯৮৭ সালে।
বিশ্বকাপের দশ দলের ভেতর কেবল দুই দলের অধিনায়কের জন্ম ১৯৮৭ সালে। এরা দুজন হলেন, বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান ও ভারতের দলপতি রোহিত শর্মা। আর লোবোর এই ভবিষ্যদ্বাণীর কারণে কিছুটা হলেও আশায় বুক বাঁধতে পারে টাইগার ক্রিকেটপ্রেমীরা।
ভারতের এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী একেবারেই ফেলে দেওয়ার মতো না। কেননা ক্রিকেট বিশ্বকাপে তার ভবিষ্যদ্বাণী গত তিনবারই সত্য প্রমাণিত হয়েছে।
গত তিন আসরেই লোবোর ভবিষ্যদ্বাণী করা দল শিরোপা ঘরে তুলেছে। তাই এবারও সকলের নজর ভারতীয় এই জ্যোতিষীর দিকে।