ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ইউরোর চূড়ান্ত পর্বে স্পেন, বাদ হলান্ডের নরওয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ , ১১:২০ এএম


loading/img
ছবি- সংগৃহীত

ক্লাব ফুটবলে একের পর এক রেকর্ড গড়ছেন আর্লিং হালান্ড। কিন্তু দেশের জার্সিতে এর ছিটেফোঁটাও দেখা যায় না। কাতার বিশ্বকাপের পর ইউরো ২০২৪ থেকেও ছিটকে গেছে তার দল নরওয়ে। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের বাধা পার হতে পারেনি তারা।

বিজ্ঞাপন

রোববার (১৫ অক্টোবর) রাতে হল্যান্ডদের হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ‘এ’ গ্রুপের অ্যাওয়ে ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন গাভি।

এই হারের পর ইউরোর চূড়ান্ত পর্বে খেলা হচ্ছে না আর্লিং হলান্ডের নরওয়ের। এদিন মাঠে থেকেও দলের হার এড়াতে পারেননি নরওয়েজিয়ান এই তারকা।

বিজ্ঞাপন

অসলোতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল স্পেনের। কিন্তু গোল আদায় করতে যথেষ্ট বেশ পেতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয়ার্ধে গাভির একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশরা।

ম্যাচ শেষে গাভির ভাষ্য, গোলটি বাতিল হলে তা হতো মোরাতোর কারণে। সে অফসাইড পজিশনে ছিল। আমি তাকে দেখতে পাইনি। যা-হোক রেফারি গোল অনুমোদন দিয়েছে, আর এতেই আমি খুশি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |