চলতি বিশ্বকাপের মাঝেই বুধবার (২৫ অক্টোবর) ঢাকায় দেশে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারের আকস্মিক দেশে ফেরাকে কেন্দ্র করে নানান জলঘোলা ক্রিকেটাঙ্গনে।
বিশ্বকাপে নিজের বাজে ফর্ম কাটাতে দীক্ষা নেন শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। দুই দিনের অনুশীলন সেশন শেষে দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই কলকাতায় ফেরেন সাকিব।
এদিকে শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজেরা। এর আগে, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও উঠে এসেছে সাকিবের ঢাকা সফর। সেখানে সাকিব ইস্যুতে কথা বলেছেন পেসার তাসকিন আহমেদ।
এ সময়ে এ পেসারের ভাষ্য, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব (ভাই) ঢাকায় গেছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। ক্রিকেট সংশ্লিষ্ট কারণেই গেছিলেন তিনি। অন্য কিছু না। ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।
তিনি আরও যোগ করেন, আমরা টিমমেটরা তার এই যাওয়ায় প্রশংসাই করেছি। তার ব্যাটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ভাইও এটা নিয়ে খুবই মরিয়া যে তিনি কীভাবে ভালো করবেন। তিনি কোনো নিয়ম ভেঙে ঢাকা যাননি।
উল্লেখ্য, বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজেদের খেলা পাঁচ ম্যাচে খুব একটা সাফল্যের দ্যুতি ছড়াতে পারেননি সাকিব। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে মাত্র ৪৫ রান করেছেন সাকিব। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে বল হাতে ওভার প্রতি ৫ দশমিক ৫৪ গড়ে সাকিবের শিকার মোটের ওপর ৬ উইকেট। এর মধ্যে আফগানদের বিপক্ষে ৩০ রান খরচায় ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। এ ছাড়া চোটের কারণে খেলেনি ভারতের বিপক্ষে।