ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ , ০২:০৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের বড় ব্যবধানে জয়ে সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে পাকিস্তান ও আফগানিস্তানের। যদিও কাগজে-কলমে এখনও তাদের আশা টিকে আছে। অন্যদিকে আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ৪২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। সেই অসম্ভবকে সম্ভব করতে প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে খেলাটি। 

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই,  ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, নাভিল উল হক, মুজিব উর রহমান ও নূর আহম্মেদ।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাশি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন। ডেভিড মিলার, অ্যানডিলি ফেহলুকওয়া, জেরার্ড কর্টজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনদিগি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |