ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৯ ফরোয়ার্ড নিয়ে প্রীতি ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ নভেম্বর ২০২৩ , ১১:০৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলতি বছর জাপান এবং নিকারাগুয়ার বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল নারী ফুটবল দল। ম্যাচ তিনটির মধ্যে দুইটি খেলবে জাপানের বিপক্ষে এবং একটি নিকারাগুয়ার বিপক্ষে। 

বিজ্ঞাপন

ওই তিন প্রীতি ম্যাচের জন্য বড় চমক রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল। ব্রাজিল নারী ফুটবল দলের কোচ আর্থার ইলিয়াস এই দল ঘোষণা করেন। ঘোষিত এই দলে রয়েছেন ৯ জন ফরোয়ার্ড।  

আগামী ৩০ নভেম্বর জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। একই প্রতিপক্ষের বিরুদ্ধে ৩ ডিসেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে লড়বে তারা। শেষ প্রীতি ম্যাচে ৬ ডিসেম্বর সেলেসাওদের প্রতিপক্ষ নিকারাগুয়া। 

বিজ্ঞাপন

ব্রাজিল দল - 

গোলরক্ষক : লেটিসিয়া, লুসিয়ানা, ক্যামিলা।

রক্ষণভাগ : রাফায়েলে, লাউরেন, এ্যান্থোনিয়া, ক্যাথেলেন, ব্রুনিনহা, তামিরেস, ইয়াসমিম।

বিজ্ঞাপন

মিডফিল্ডার : লুয়ানা, আরি বর্গেস, অ্যাঞ্জেলিনা, দুদা স্যাম্পিও, জুলিয়া বিয়ান্সি, আনা ভিটোরি।

বিজ্ঞাপন

ফরোয়ার্ড : বিয়া জানেরাত্তু, দেবিনহা, আদ্রিয়ানা, মার্তা, গেয়সে, গাবি পর্তিলহো, ইউডিমিল্লা, গাভি নুনেজ, প্রিসিল্লা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |