ইতিহাস সৃষ্টির সংকল্প নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছিল নিগার সুলতানার দল। সেই ইতিহাস গড়তে দিলো না বৃষ্টি। কিম্বার্লির বৃষ্টিতে মাত্র ১.২ ওভার খেলা হওয়ার পরই পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের দ্বিতীয় টি-টোয়েন্টি।
ফলে ২ ম্যাচ শেষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।
কিম্বার্লিতে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে মাত্র ৮ বল খেলা হয়েছে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে আউট হন শামিমা। পরের ওভারে ২ বল হতে না হতেই নামে ধুম বৃষ্টি।
প্রায় ১ ঘণ্টা পর বৃষ্টি থামলেও বজ্রপাত ছিল বলে আম্পায়াররা খেলা শুরু করার জন্য অপেক্ষা করেন। মাঠও ঢাকা থাকে কাভারে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
খেলা বন্ধ হওয়ার আগে নিগারদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭ রান।
উল্লেখ্য, বেনোনিতে গত রোববার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংস্করণে ১২ ম্যাচে দ্বিতীয় এবং দেশটির মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় তারা।