ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সাকিব ও রংপুরের দল নিয়ে যা বললেন রনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ , ০৬:২০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। আর মাঠের লড়াইয়ে নামার আগেই নিজেদের প্রস্তুত করতে অনুশীলন শুরু করেছে ক্রিকেটাররা। বাকিরা মিরপুরে পালা বদল করে অনুশীলন করলেও নিজের মাঠে অনুশীলন করছে রংপুর রাইডার্স। এটা তাদের বাড়তি সুযোগ হিসেবে দেখছেন রংপুরের ওপেনার ব্যাটার রনি তালুকদার।

বিজ্ঞাপন

বুধবার (১০ জানুয়ারি) অনুশীলন শেষে রনি বলেন, আমাদের একটা বড় সুযোগ হলো আমরা নিজেদের মতো করে অনুশীলন করতে পারছি। আপনারা জানেন গতবারও আমরা এখনে অনুশীলন করেছিলাম। তার ফলও পেয়েছিলাম। এবারও আশা করছি ভালো কিছু হবে।

এবারের বিপিএলের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে এই ব্যাটার বলেন,  প্রতিবারই আমার একটা পরিকল্পনা থাকে। এবারও একই রকম পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি চাই, যেন ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারি। এটাই আমার মূল লক্ষ্য। আমার পরিকল্পনা আছে সর্বোচ্চ রান করার। তার চেয়েও বেশি আমি ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে চাই।

বিজ্ঞাপন

এদিকে দলে সতীর্থ হিসেবে পেয়েছেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানকে। যে কারণে উচ্ছ্বসিত রনি। বিশ্বসেরা অলরাউন্ডার দলে থাকায় ভারসাম্য বেড়েছে তাদের এমনটি জানিয়ে বলেন, সাকিব নম্বর ওয়ান খেলোয়াড়, এটা আপনারাও জানেন। সে থাকায় আমাদের দলের ভারসাম্য তৈরি হয়েছে। একটা ব্যালেন্স টিম তৈরি করেছে রংপুর রাইডার্স। ওভাবে এখনও পরিকল্পনা হয়নি (বিপিএল নিয়ে)। কারণ, উনিও তো ব্যস্ত ছিলেন নির্বাচন নিয়ে। দেখা যাক, আবার কথা হবে বিপিএল নিয়ে।

তবে এবারের আসরে রংপুর রাইডার্সে বিশ্বসেরা সাকিব আল হাসানসহ বেশ কয়েক জন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন। দীর্ঘ বছরের শিরোপা না উঁচিয়ে ধরার আক্ষেপ এই অভিজ্ঞদের দিয়ে ফেরাতে পারবে কি না, জানতে চাইলে রনি বলেন, দেখেন, চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। এখানে নবী ভাই আছে, হজরতউল্লাহ জাজাই আছে। তো এরা অবশ্যই ভালো প্লেয়ার। আমাদের এখন মাঠের পারফরম্যান্স করতে হবে। আমরা চাইব মাঠে ভালো কিছু করার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |