চলমান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে এসেও ভাগ্য বদল হয়নি চট্টগ্রাম আবাহনীর। প্রথম দেখায় বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ৩-০ গোলে হেরেছিল বন্দর নগরীর দলটি। দ্বিতীয় দেখায় রাকিব হোসেনের জোড়ায় গোলে তাদের ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কিংস।
শুক্রবার (৫ এপ্রিল) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই চড়াও হতে থাকে কিংস। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তাদের এগিয়ে দেন দরিয়েলতন। রিমন হোসেনের পাস থেকে দারুণ শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
১২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবসন। বক্সে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রায়হান হ্যান্ডবল করলে পেনাল্টি দেন রেফারি। এর সাত মিনিট পরই রবসনের লং পাস থেকে চিপ শটে ব্যবধান বাড়ান রাকিব। প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন গফুরভ। ৪-০ গোল এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরার দলটি।
দ্বিতীয়ার্ধেও অবশ্য আক্রমণের সেই ধার ধরে রাখতে পারেনি কিংস। তবে কোনো বিপদও ঘটেনি। ৫৩তম মিনিটে দরিয়েলতনে ক্রসে টোকা মেরে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এমন নৈপুণ্যে কিংস প্রিমিয়ার লিগের মুকুট ধরে রাখার পথেই থাকলো। ১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা। চট্টগ্রাম আবাহনী আগের ১০ পয়েন্টে অষ্টম স্থানেই আছে।