ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কলাপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ , ০৭:৪২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় গাছ থেকে পড়ে মো. বশির উদ্দিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে টিয়াখালী ইউনিয়নের পূর্বটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বশির হাওলাদার পূর্বটিয়াখালী প্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত বশির উদ্দিন হাওলাদারের চাচাত ভাই মো. রফিক উদ্দিন জানান, তার বাড়িতে চাম্বল গাছ কাটতে উঠে ডাল ভেঙে ছিটকে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |