ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

প্রথমবার আইসিসির মাস সেরা ওয়াসিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ মে ২০২৪ , ১১:১৪ পিএম


loading/img
ছবি- এএফপি

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও নামিবিয়ার গেরহার্ড এরাসমাসকে পেছনে ফেলে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মে) নিজেদের ওয়েবসাইটে মাস সেরাদের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

মাস সেরার স্বীকৃতি পেয়ে ওয়াসিম বলেন, আইসিসির প্লেয়ার অব মান্থ অ্যাওয়ার্ড জেতাটা দারুণ সম্মানের। বিশ্বের নানা দেশের জয়ী বিখ্যাত নামগুলোর সঙ্গে যোগ দিতে পারি আমি রোমাঞ্চিত।

বিজ্ঞাপন

ওমানে অনুষ্ঠিত এসিসি প্রিমিয়ার কাপে আরব আমিরাতের চ্যাম্পিয়ন হওয়ায় ব্যাট হাতে বড় অবদান অধিনায়ক ওয়াসিমের। টি-টোয়েন্টি সংস্করণের ওই টুর্নামেন্টে গত মাসে ৬ ইনিংসে ৪৪.৮৩ গড়ে তিনি করেন ২৬৯ রান।

এদিকে নারীদের মধ্যে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে পেছনে ফেলেছেন তিনি । 

বিজ্ঞাপন

তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন ক্যারিবিয়ান অধিনায়ক। এর আগে জিতেছিলেন ২০২১ সালের নভেম্বরে ও ২০২৩ সালের অক্টোবরে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |