আইপিএল ফাইনাল

দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০৭:৩৩ পিএম


আইপিএল ২০২৪
ছবি- বিসিসিআই

অবশেষে পর্দা নামতে যাচ্ছে আইপিএলের ১৭তম আসরের। বিশ্বের সব থেকে জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

বিজ্ঞাপন

রোববার (২৬ মে) চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ।

এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে হায়দরাবাদ। রাজস্থানের বিপক্ষে ইমপ্যাক্ট সাবে খেলতে নেমে ম্যাচসেরা হওয়া শাহবাজ আহমেদকে মূল একাদশে রেখেছেনি কামিন্স।

বিজ্ঞাপন

অন্যদিকে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে হায়দরাবাদকে হারানো অপরিবর্তীত একাদশ নিয়ে তৃতীয় শিরোপা জিততে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স।

হায়দরাবাদ একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল থ্রিপাঠী, এইডেন মারক্রাম, হেনরিক ক্লাসেন, নীতিশ রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেভ উনাদকাট ও টি নাতারাজন।

কলকাতা একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, ভাইভাভ আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission