• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ক্যারিবীয় তোপে অল্পতেই অলআউট যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ০৯:০২
আইপিএল ২০২৪
ছবি- গেটি ইমেজ

চমক দেখিয়ে দেখিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রেখেছে যুক্তরাষ্ট্র। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুর্দান্ত লড়াই করেছিল তারা। তবে ঘুরে দাঁড়ানোর ম্যাচেই হোঁচট খেয়েছে অ্যান্ড্রিস গাউস-নীতিশ কুমাররা। ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল্পতেই গুটিয়ে গেছে বিশ্বকাপের সহ-আয়োজকরা।

শনিবার (২২ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনিংসটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান স্টিভেন টেলর। ২ রানে স্টিভেন টেইলরকে ফেরান রাসেল।

দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন আন্দ্রিস গাউস ও নিতিশ কুমার। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র।

তবে নিতিশকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন মোটি। ফেরার আগে ১৯ বলে ২ চারের মারে ২০ রান করেন নিতিশ।

এরপর ব্যাটিং বিপর্যয় শুরু হয় যুক্তরাষ্ট্রের। ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক গাউসও ১৬ বলে ২৯ রানে ফেরেন। তাকে ফেরান আলজারি জোসেফ।

৫ রানের মাথায় ফেরেন অধিনায়ক অ্যারন জোন্সও। বিশ্বকাপের সহ-আয়োজকদের মিডল-অর্ডার গুড়িয়ে দেন চেজ।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। মাঝের দিকে মিলিন্দ কুমার ও স্ক্যালউইকের ক্যামিওতে তিন অঙ্কের কোটা পেরোয় আইসিসির সহযোগী দেশটির সংগ্রহ।

শেষ দিকে বাকি ব্যাটাররা ইনিংস বড় করতে না পারায় ১ বল বাকি থাকতেই ১২৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন চেজ ও রাসেল। এ ছাড়া দুটি উইকেট শিকার করেন জোসেফ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিম্নকক্ষে বিল পাসে শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র
বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, খোঁজখবর নেবে যুক্তরাষ্ট্র
গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সবসময় উদার: যুক্তরাষ্ট্র