• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

দ্বিতীয় শিরোপার লক্ষ্যে আগের পথই অনুসরণ করলেন বরিশালের মালিক

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৪, ১৮:০৯
বিপিএল ২০২৫
ছবি- বিসিবি

বিপিএলের গত আসরে মিনি জাতীয় দল গঠন করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ফরচুন বরিশাল। ১১তম আসরের জন্যও একই পথে অনুসরণ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দক্ষিণ অঞ্চলের দলটি।

গত আসরের মতো এবারের দলটিকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল খান। দেশি ক্রিকেটারদের মধ্যে দুজনকে রিটেইন করেছে বরিশাল। তারা হলেন মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। আর সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন তরুণ তাওহীদ হৃদয়কে।

সোমবার (১৪ অক্টোবর) ড্রাফটের শুরুতেই মাহমুদউল্লাহ রিয়াদকে দলে টেনে নেন বরিশাল মালিক মিজানুর রহমান।

এরপর তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন এবং তাইজুল ইসলামকে দলে নিয়ে মিনি জাতীয় দল তৈরি করে বরিশাল। এ ছাড়াও তাদের একাদশে রয়েছে এক ঝাঁক বিদেশি তারকা।

এক নজরে দেখে নিন ফরচুন বরিশাল স্কোয়াড:

সরাসরি চুক্তি

রিটেইন: তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।

দেশি ক্রিকেটার: তাওহীদ হৃদয়

বিদেশি ক্রিকেটার: কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড), ফাহিম আশরাফ (পাকিস্তান) মোহাম্মদ নবী(আফগানিস্তান)।

ড্রাফট থেকে নেওয়া

দেশি ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম

বিদেশি ক্রিকেটার: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১১তম আসর। এবারের বিপিএলে তিনটি দলে পরিবর্তন এসেছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের
সাকিবের বিপিএল খেলা নিয়ে যা বললেন চিটাগং কিংসের মালিক
ইঁদুর মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু
বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম