• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেন ওয়েড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১২:০৪
ওয়েড
ছবি-এএফপি

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ম্যাথু ওয়েড। চার মাসের ব্যবধানে অস্ট্রেলিয়ার ক্রিকেটার থেকে কোচিং স্টাফে যোগ দিয়েছেন তিনি। আসন্ন পাকিস্তান সিরিজে হেড কোচ হিসেবে থাকা আন্দ্রে বোরোভেচের সহকারী হিসেবে থাকবেন ওয়েড। তার সঙ্গে থাকবেন ব্র্যাড হজ ও হ্যামিশ বেনেট।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে ওয়েডের অবসর এবং সহকারী কোচ হিসেবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া বিবৃতিতে ওয়েড বলেন, আমি পুরোপুরি এটা জানতাম যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে।

কোচিংয়ের কথা উল্লেখ করে এই কিপার ব্যাটার বলেন, বেশ কয়েক বছর ধরেই কোচিংয়ের প্রতি মনোযোগী আমি। অবশেষে আমি দারুণ নিজের কোচিং ক্যারিয়ার গড়ার জন্য দারুণ কিছু পেতে যাচ্ছি। যার জন্য কৃতজ্ঞ।

১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েড সব সংস্করণ মিলিয়ে খেলেছেন ২২৫টি ম্যাচ। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। সর্বশেষ গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ৩৬ বছর বয়সী এই কিপার ব্যাটার।

অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন ওয়েড। এছাড়া টেস্ট ক্রিকেটেও অবদান রাখেন তিনি। খেলেছেন ৩৬ ম্যাচ। আর টি-টোয়েন্টি ও ওয়ানডেতে যথাক্রমে ৯৭ ও ৯২ ম্যাচ খেলেছেন তিনি।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে হতাশায় ডুবিয়ে প্রথম দিন রাঙালো অস্ট্রেলিয়া
স্যাম কনস্টাসের কোচ বাংলাদেশি তাহমিদ ইসলাম
খেলার জগতে বক্সিং ডে জনপ্রিয় কেন? 
অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টসহ টিভিতে আজকের খেলা