ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ ড্র, মুরাদের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ , ০২:০৭ পিএম


loading/img
ছবি-এএফপি

সবশেষ দুটি টেস্ট সিরিজে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ওয়েস্ট ইন্ডিজ। আর মাত্র দুই দিন পর ক্যাবিরিয়ানদের বিপক্ষে টেস্টে সিরিজ খেলতে নামবে লিটন-মিরাজরা। তবে মূল ম্যাচে মাঠে নামার আগে আশার আলো দেখিয়েছে টাইগাররা। 

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে সফরকারী। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৩ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৮৭ রান করার পর ম্যাচ ড্র ঘোষণা হয়। এই ম্যাচে হ্যাটট্রিক করেন হাসান মুরাদ।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। প্রথমের শেষ সময়ে ব্যাট করতে নেমে ২ ওভারে ৫ রান তুলতে ১ উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে জশুয়া ডরনে সাজঘরে ফেরান তাসকিন।

বিজ্ঞাপন

ইনিংসের নবম ওভারে হাসান মাহমুদ পান নিজের দ্বিতীয় উইকেট। ৬ রান করা জর্ডান জনসনকে বোল্ড করেন তিনি। এরপর ২৩ বলে ৩০ রান করা  মেলিইউয়াসকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসিকনও।

এরপর কিমানি লিমলাচ শরিফুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে দলীয় ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। চাপ সামলে এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ।  

এবার তাদের বাধা হন মেহেদী হাসান মিরাজ। ৩৭ বলে ২০ রান করা জাস্টিন গ্রেভিসকে ফেরান তিনি। ২৭তম ওভারে বোলিংয়ে আসেন হাসান মুরাদ। ওভারের দ্বিতীয় বলে ড্যানিয়েল ব্যাকফোর্ড (১৯), তৃতীয় বলে বিদাইসি হন (০) এবং চতুর্থ বলে চাইম হোল্ডারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূরণ করেন টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা এই স্পিনার।

বিজ্ঞাপন

এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৫৩ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন জাকের আলী অনিক।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |