• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১৬:০৫
সংগৃহীত ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী ২৫, ২৬ ও ২৭ মৌসুমে আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত করেছে। চলতি মৌসুমে যেসব ক্রিকেটার নিলামে থাকবেন তারই পরের তিন মৌসুম খেলতে পারবেন।

শুক্রবার (২২ নভেম্বর) থেকে আইপিএলের মেগা নিলামকে সামনে রেখে বসতে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ছাড়া প্রায় সবকয়টি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ড থেকেই গ্রিন সিগনাল পেয়েছে তারা।

প্রতিবছর বাংলাদেশের ক্রিকেটাররা নিলামে অংশ নেন, দলও পান। তবে বিসিবির অনাপত্তিপত্রের জন্য পুরো মৌসুমে খেলা হয়ে উঠে না তাদের। ফলে টাইগারদের নিয়ে আগ্রহ কমে গেছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের।

এ সমস্যা নিরসনে বাংলাদেশি ক্রিকেটারদের তিন মৌসুমেই খেলার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

আইপিএলের এবারের আসরে নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আগামী ২৪ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় আইপিএলের দুই দিনব্যাপী নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। ২০২৫ সালের ১৪ মার্চ আইপিএলের মৌসুম শুরু হবে, ফাইনাল ২৫ মে। এ আসরে হবে ৭৪ ম্যাচ। পরের দুই আসরও অবশ্য ম্যাচ বাড়াতে লম্বা হবে ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে, ম্যাচ হবে ৮৪টি। ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে, ম্যাচ ৯৪টি।

আরটিভি/এসএপি/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
হতাশ হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা: তাসকিন
ডিবিসিসিআইয়ের নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত 
ঢাকায় আসছে যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদল