• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

স্বাধীন বাংলা ফুটবল দলের মিডফিল্ডার খোকন আর নেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭
খোকন
ছবি- সংগৃহীত

সপ্তাহ তিনেক আগে পরলোকে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু দুনিয়া। আর গতকাল শনিবার (৭ ডিসেম্বর) পৃথিবীর মায়ার ত্যাগ করেছেন আরেক কিংবদন্তি ফুটবলার ফজলে সাদাইন খোকন।

খোকনের মৃত্যু সম্পর্কে স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় আশরাফ আলী বলেন, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল খোকন। সে রাজশাহীতে থাকত। তার স্ত্রী জানালো ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিল, মরদেহ রাজশাহীতে নিয়ে যাচ্ছে।

দেশ স্বাধীন হওয়ার পর খোকন ফুটবল খেললেও জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর ফুটবলের সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না।

আশরাফ আলী আরও বলেন, সে মিডফিল্ডার। মূলত স্বাধীন বাংলার ফুটবলার। ইপিডিসেতে খেলেছে। খেলা ছাড়ার পর রাজশাহীতেই ছিল।

খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন খোকন।

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর
মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
ইস্রাফিল আকন্দ রুদ্রর কাব্যগ্রন্থ ‘বাংলা বিভাগের মেয়ে’
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি