ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

স্বাধীন বাংলা ফুটবল দলের মিডফিল্ডার খোকন আর নেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০৯:৩৭ এএম


loading/img
ছবি- সংগৃহীত

সপ্তাহ তিনেক আগে পরলোকে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু দুনিয়া। আর গতকাল শনিবার (৭ ডিসেম্বর) পৃথিবীর মায়ার ত্যাগ করেছেন আরেক কিংবদন্তি ফুটবলার ফজলে সাদাইন খোকন।

বিজ্ঞাপন

খোকনের মৃত্যু সম্পর্কে স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় আশরাফ আলী বলেন, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল খোকন। সে রাজশাহীতে থাকত। তার স্ত্রী জানালো ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিল, মরদেহ রাজশাহীতে নিয়ে যাচ্ছে।

দেশ স্বাধীন হওয়ার পর খোকন ফুটবল খেললেও জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর ফুটবলের সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না।

বিজ্ঞাপন

আশরাফ আলী আরও বলেন, সে মিডফিল্ডার। মূলত স্বাধীন বাংলার ফুটবলার। ইপিডিসেতে খেলেছে। খেলা ছাড়ার পর রাজশাহীতেই ছিল।

খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন খোকন।

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |