• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে মেহেদীর ১৮ ধাপ উন্নতি, হাসানের ৩৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৬
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সফলতার পুরস্কার হিসেবে র‌্যাংকিংয়ে বড় ব্যবধানেই এগিয়ে গেছেন এই দুই বোলার।

প্রথম ম্যাচে সফলতার জন্য টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন মেহেদী হাসান। একই ম্যাচে ১৮ রানে ২ উইকেট নিয়ে হাসান মাহমুদ এগিয়েছেন ৩৮ ধাপ।

বুধবার (১৮ ডিসেম্বর) টি-টোয়েন্টির র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে হাসানের উন্নতি হয় ৩৮ ধাপ।

সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করেন মেহেদী হাসান। তাতেই ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এই বোলিং করে ম্যাচসেরা হয়েছিলেন মেহেদী হাসান। এবার ডানহাতি এই অফ স্পিনার ক্যারিয়ারসেরা নৈপুণ্যের স্বীকৃতি পেলেন আইসিসি র‍্যাংকিংয়ে।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় উত্থান ঘটেছে আকিল হোসেনের। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই বাঁহাতি এগিয়েছেন ৩ ধাপ। এক ধাপ নেমে গেছেন ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে শীর্ষে থাকা আদিল রশিদ। এ ছাড়াও এক ধাপ করে নেমেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টির বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে তাসকিন আহমেদ, যিনি ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে অবস্থান করছেন। মেহেদী হাসান ছিলেন ৪১ নম্বরে। সেখান থেকে ১৮ ধাপ এগিয়ে ২৩–এ উঠে এসেছেন তিনি। আর প্রথম টি-টোয়েন্টিতে ২০তম ওভারসহ গুরুত্বপূর্ণ সময়ে ভালো বোলিং করা হাসান ৩৮ ধাপ এগিয়ে এসেছেন ৪৭ নম্বরে।

টি–টোয়েন্টির ব্যাটিংয়ে প্রথম পাঁচ স্থানের কোনো পরিবর্তন হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। এরপর যথাক্রমে ফিল সল্ট, তিলক বর্মা, সূর্যকুমার যাদব ও জস বাটলার। বাংলাদেশিদের মধ্যে ব্যাটিংয়ে শীর্ষস্থানে রয়েছেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ না খেলায় ৬ ধাপ নেমে ২৯ নম্বরে আছেন তিনি।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রুককে সরিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন জো রুট
গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বির স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিলেন  
বেসিসে প্রশাসকের দায়িত্বে ড. মেহেদী হাসান
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদীর জামিন স্থগিত