• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫
মোস্তাফিজ
ছবি- এএফপি

আগামী ৮ এপ্রিল পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। এর আগে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

বুধবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।

আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। কিন্তু এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ।

আইপিএল না পাওয়ায় পিএসএলে খেলার ইচ্ছা প্রকাশ করছেন মোস্তাফিজ। এর আগে আইপিএলের সাতটি আসরে খেললেও পিএসএলের মাত্র একটি আসরে খেলা হয়েছিল এই পেসারের।

পিএসএলের ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩।

উল্লেখ্য, স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল ছাড়াও আইপিএল, পিএসএল, শ্রীলঙ্কার এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলা হয়েছে এই টাইগার পেসারের।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান সুপার লিগের ড্রাফটে মুস্তাফিজুর রহমান
বেসামরিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
এসএসসি পাসেই নিয়োগ দেবে নৌবাহিনী
পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ