পিএসএলের ড্রাফটে সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ১০:০৪ পিএম


সাকিব-মোস্তাফিজ
ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরকে সামনে রেখে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি ক্রিকেটার। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। 

বিজ্ঞাপন

সাম্প্রতিক আইপিএল নিলামে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার অংশগ্রহণ করলেও তারা দল পেতে ব্যর্থ হন। তবে পিএসএলের ড্রাফটে তাদের ভালো সুযোগ রয়েছে, বিশেষত যেহেতু একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলার জন্য উন্মুক্ত থাকবেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজনের পিএসএলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অংশগ্রহণ তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি পিএসএলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞাপন

পিএসলের ড্রাফটে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী,  রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

উল্লেখ্য, আগামী ৮ এপ্রিল, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। আসরের ফাইনাল ম্যাচটি ১৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission