• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

সেঞ্চুরি করার পরদিনই অধিনায়কত্ব হারালেন বিজয়

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

চট্টগ্রাম পর্বের শুরু থেকেই আলোচনায় রয়েছে দুর্বার রাজশাহী। পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিল ক্রিকেটাররা। সেই জটিলতা না কাটতেই রাজশাহীর নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। অথচ আগের দিনই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার পরিবর্তে তাসকিনকে অধিনায়ক করেছে রাজশাহী।

সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিজয়ের প্রশংসা করে রাজশাহী বলেছে, এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।

‘ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।’

বিজয়য়ের বদলি হিসেবে তাসকিনকে অধিনায়ক করেছে দলটি। এ বিষয়ে রাজশাহী জানিয়েছে, এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো চিটাগং কিংস
টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠালো রাজশাহীর অধিনায়ক তাসকিন
তীরে এসে তরী ডুবল সিলেটের, দ্বিতীয় জয় ঢাকা ক্যাপিটালসের
লিটন-পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি ঢাকা ক্যাপিটালসের