ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এবার বোলিং অ্যাকশন পরীক্ষায় বসছেন আরাফাত সানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:১৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

কয়েক দিন আগেই বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করে বিপিএলে ফিরেছেন চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলাম। এবার একই পথে হাঁটতে হচ্ছে দলটির আরেক স্পিনার আরাফাত সানিকে। তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি।

বিজ্ঞাপন

এই খবর নিশ্চিত করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। তিনি বলেন, আম্পায়াররা রিপোর্ট করেছে তিনদিন আগে। ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে বোলিং রিভিউ কমিটির কাছে। ওখানে ওকে পরীক্ষা দিতে হবে সাতদিনের মধ্যে। খেলা চালিয়ে যেতে পারবে এই সময়ে।

জানা গেছে, ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমালসিরি। তবে আপাতত খেলা চালিয়ে যেতে বাধা নেই তার। খেলতে পারবেন বুধবারের (৫ ফেব্রুয়ারি) খুলনার বিপক্ষে কোয়ালিফায়ারেও।

বিজ্ঞাপন

এর আগে ২০১৬ সালে অ্যাকশন অবৈধ হওয়ায় বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয়েছিলো তাকে। পরে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে পারেননি। অ্যাকশন শুধরে এতদিন খেলা চালিয়ে গেলেও ফের তার অ্যাকশন পড়ছে প্রশ্নের মুখে। আরাফাত সানিকে তাই আরও একবার অ্যাকশনের পরীক্ষায় যেতে হবে। 

এবার বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলছেন সানি। ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সানি।

আরটিভি/এসআর/এআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |