কোপা দেল রে

শেষ মিনিটের রোমাঞ্চে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৫৩ পিএম


রিয়াল মাদ্রিদ
ছবি- এএফপি

দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামকে ছাড়াই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। যেখানে শেষ মুহূর্তের গোলে লেগানেসের বিপক্ষে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। আর এই জয়ের অন্যতম নায়ক গন্সালো গার্সিয়া।

বিজ্ঞাপন

বুধবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘরের মাঠে প্রথম আট মিনিটে কয়েক দফায় ভীতি ছড়ায় লেগানেস। এই সময়ের মধ্যে গোলের জন্য চারটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে তারা। অস্কার রদ্রিগেসের ওই শট ঠেকান গোলরক্ষক আন্দ্রি লুনিন। তবে ১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন অভিজ্ঞ লুকা মদ্রিচ।

বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার। এই মৌসুমের আগে কোপা দেল রেতে কোনো গোল ছিল না মদ্রিচের। সেখানে এবার তিন ম্যাচে ২টি গোল করলেন ৩৯ বছর বয়সী তারকা।

বিজ্ঞাপন

সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। ২৫তম সতীর্থের পাসে বক্সে প্রতিপক্ষের পা ছুঁয়ে বল পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ছয় গজ বক্সের বাইরে থেকে বাকিটা সারেন এই তরুণ। আসরে ৩ ম্যাচে ৩ গোল করলেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে সুবর্ণ সুযোগও পেয়ে যায় লেগানেস। ৩৯তম হুয়ান ক্রুসের শট বক্সে রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান। এতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর বদলি নামেন ভিনিসিয়ুস। ৫০তম মিনিটে গোল পেতে পারতেন তিনি। তার কোনাকুনি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক। খানিক পর অল্প সময়ের ব্যবধানে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এন্ড্রিক।

বিজ্ঞাপন

৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। এক সতীর্থকে বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে এই স্প্যানিশ উইঙ্গারের শট রেয়ালের ডিফেন্ডার ফেরলদ মদিঁর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না লুনিনের।

এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে রিয়াল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না তারা। এতে খেলা অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল। কিন্তু তিন মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন গার্সিয়া। ডান দিক থেকে ব্রাহিমের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন এই তরুণ।

আরটিভি/এসআর/এআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission