২০১৬ সালে ভারতের গৌহাটিতে এসএ গেমসে স্বর্ণপদক জিতে আলোচনায় এসেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। আর সাকায়াত হোসেন প্রান্ত জাতীয় পর্যায়ের ভারত্তোলক এবং এসএ গেমসে ব্রোঞ্জ পদকজয়ী। দেশের এই দুই ক্রীড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। উভয়ই বাংলাদেশ আনসার দলের হয়ে খেলেন।
ঢাকায় তাদের ঘরোয়া আয়োজনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে ভারত্তোলন ফেডারেশনের কর্মকর্তারা ও কয়েকজন ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন। মাবিয়া মিরপুরে সরকারি ফ্ল্যাট পেলেও বর্তমানে খিলগাঁওয়ে থাকেন। মাবিয়ার বাড়ি মাদারীপুরে এবং প্রান্তের বাড়ি কুষ্টিয়ায়।
ক্রীড়াবিদদের মধ্যে বিবাহ নতুন কিছু নয়। এর আগে ভারত্তোলক মোল্লা সাবিরা ও কাজল দত্তও দাম্পত্য জীবন গড়েছেন। এবার তাদের পথ অনুসরণ করলেন মাবিয়া ও প্রান্ত। তবে তাদের প্রেমের সম্পর্ক আগে থেকে ছিল না বলে জানান মাবিয়া।
তিনি বলেন, আমরা অনেকদিন ধরে একে অপরকে চিনি। ২০২৩ সালে প্রান্ত তার ভালো লাগার কথা প্রকাশ করে। এরপর দুই পরিবারের মধ্যে আলোচনা হয় এবং তারা সম্মতি দেয়। আন্তর্জাতিক খেলার ব্যস্ততার কারণে আমাদের বিয়ে কিছুটা দেরিতে হয়, তবে অবশেষে ২০২৫ সালের শুরুতেই বিবাহ সম্পন্ন হলো।
ক্রীড়াজীবনের পর অনেক ক্রীড়াবিদ অন্য পেশায় যুক্ত হন, কেউ চাকরি, কেউ ব্যবসা বা প্রবাস জীবন বেছে নেন। তবে মাবিয়া ও প্রান্ত ক্রীড়াঙ্গনেই থাকতে চান।
মাবিয়া বলেন, আমরা দুজনই একই খেলার সঙ্গে যুক্ত, এতে আমাদের বোঝাপড়া ভালো হবে। আমরা ক্রীড়াঙ্গনেই থাকতে চাই এবং এখানেই আমাদের ভবিষ্যৎ গড়তে চাই।
আরটিভি/এসআর