ঢাকা

কেমন হলো বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ    

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৫৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। কেননা আর মাত্র ২ দিন পরেই পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ২০১৭ সালের পর আরও একবার চ্যাম্পিয়নস ট্রফি উপভোগ করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমীরাও তাই অপেক্ষার প্রহর গুণছেন। 

বিজ্ঞাপন

বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় কোনো টুর্নামেন্ট আসলেই মাথায় আসে নতুন জার্সির কথা। কেননা প্রত্যেকটি বড়  টুর্নামেন্টেই দলগুলো নতুন সব ডিজাইনের জার্সি পরে খেলতে নামে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এর ব্যতিক্রম হবে না। আর তাইতো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কেমন হবে টাইগারদের এবারের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি। 

সবার কৌতূহল মিটিয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) নতুন জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে  নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওতে এই আসরের জার্সি প্রকাশ করে বিসিবি। লাল-সবুজের মূল থিমের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

জার্সির নিচের অংশে রয়েছে সোনালি রঙে বাঘের মুখের অবয়ব। সঙ্গে চিরাচরিতভাবেই লাল ও সবুজের মিশ্রণও আছে বাংলাদেশের জার্সিতে। জার্সি উন্মোচনের ভিডিওতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, নাহিদ রানা, তানজিম হাসান নাসুম আহমেদদের।

আরও পড়ুন

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এর পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

আরটিভি/ এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |