ঢাকামঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ডিপিএল

অবশেষে দল পেলেন লিটন, অপেক্ষায় মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ মার্চ ২০২৫ , ০৪:৩৬ পিএম


loading/img
ছবি: বিসিবি

ফর্মে না থাকায় চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন লিটন কুমার দাস। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে দল পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু টুর্নামেন্ট শুরু একদিন আগে দল পেলেন এই ডান হাতি ব্যাটার।

বিজ্ঞাপন

গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন লিটন। রোববার (২ মার্চ) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন গুলশানের এই ক্লাবটির মালিক তামিম ইকবাল খান।

মূলত পারিশ্রমিক ইস্যুতেই দল নিশ্চিত করতে পারছিলেন না লিটন। এই ওপেনারের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা হচ্ছিল না কোনো দলেরই। শেষ পর্যন্ত গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন তিনি।

বিজ্ঞাপন

গুলশান ক্রিকেট দলটি মূলত তারুণ্য নির্ভর। একাধিক তরুণ ক্রিকেটারসহ দলটিতে রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও। দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।

এদিকে লিটনের দল পাওয়ার বিষয়টি জানা গেলেও মোস্তাফিজুর রহমানের দল পাওয়া নিয়ে এখনো কিছু জানা যায়নি। দেশের অন্যতম সেরা এই পেসার কোন দলের হয়ে ডিপিএলে খেলবেন তা এখনো নিশ্চিত হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |