ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দলকে জিতিয়েও কঠিন শাস্তি পেলেন বেঙ্গালুরু অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০৬:৩৮ পিএম


loading/img
ছবি: এএফপি

মুম্বাইয়ের মাঠে ১০ বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। তবুও তাকে শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।    

বিজ্ঞাপন

পাতিদারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবারের ম্যাচে মন্থর বোলিং করে বেঙ্গালুরু। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল করতে পারেননি বেঙ্গালুরু দলের বোলাররা। তাই অধিনায়ক পাতিদারকে জরিমানা করা হয়। 

এবারের আইপিএলে এই নিয়ে চার অধিনায়ককে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করল বিসিসিআই। পাতিদারের আগে হার্দিক, ঋষভ পন্থ এবং রিয়ান পরাগকেও একই কারণে জরিমানা করা হয়েছিল।

বিজ্ঞাপন

আইপিএল থেকে এক বিবৃতি দিয়ে বলা হয় ‘এই মৌসুমে বেঙ্গালুরু প্রথম বার আইপিএলের  আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করল। নির্দিষ্ট সময়ের মধ্যে এক ওভার কম বল করে বেঙ্গালুরু। সে কারণে রজত পাতিদারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

সোমবার ৩২ বলে ৬৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেন পাটিদার। এই  ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কার মারেন তিনি। চার নম্বরে ব্যাট করতে নেমে দলের স্কোরকে নিয়ে যান ভাল জায়গায়। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কারও পান পাতিদার।

আরটিভি/এসকে/ এসআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |