পাকিস্তান সফরে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ হবার কথা ছিল। কিন্তু সামনে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই পাকিস্তান এবং বাংলাদেশ দুই দলই টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনে রাজি হয়েছে। ৫ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল মে মাসে পাকিস্তান যাবে আর জুলাই মাসের মাঝামাঝিতে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে।
এরই মাঝে বাংলাদেশের সফরের সম্ভাব্য সূচি পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে সেখানে জানানো হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হতে পারে মে মাসের শেষ দিকে।
বিসিবির এক মুখপাত্রের সূত্রে ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২০, ২২ ও ২৪ জুলাই হতে পারে। তবে তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ১৭ বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বন্ধ আছে এই স্টেডিয়ামে। সবশেষ যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। তাই ১৭ বছর পর ফয়সালাবাদে হওয়া সেই ম্যাচেও থাকছে লাল সবুজের নাম।
পরিকল্পনা অনুযায়ী ফয়সালাবাদে ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠে গড়াবে। এরপর ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই তিন ম্যাচের ব্যাটে বলের লড়াই দেখবে দর্শকরা।
এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এই সিরিজকে।
দুই দেশের মধ্যেকার এই সিরিজটি এফটিপির বাইরে। এই সিরিজের বিষয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে গত মাসে বিসিবি ও পিসিবির সভাপতি আলোচনা করেছিলেন।
আরটিভি/এসকে/এআর