কোপা আমেরিকার প্রসঙ্গ তুলে মেসি-হামেস জড়ালেন বিতণ্ডায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৭:৪২ পিএম


লিওনেল মেসি ও হামেস রদ্রিগেজ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও ম্যাচের উত্তাপ ছড়িয়েছে কোপা আমেরিকার পুরনো প্রসঙ্গ টেনে। ম্যাচের দ্বিতীয়ার্ধে এক সময় বলের বাইরে লিওনেল মেসি ও হামেস রদ্রিগেজ মুখোমুখি হন এবং সেখানে শুরু হয় কথার লড়াই। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, হামেস তখন মেসিকে উদ্দেশ করে বলেন, তোমরা ফাইনালটা জিতেছ রেফারির দয়ায়। জবাবে মেসিও চুপ থাকেননি। তিনি পাল্টা বলেন, হার মানতে শিখো, কেবল অভিযোগ করলেই কিছু হয় না।

ম্যাচ শেষে দু’পক্ষই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে চাননি। তবে মাঠের এমন মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, ২০২৪ কোপার কিছু বিতর্কিত সিদ্ধান্ত এখনো কলম্বিয়ার খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ তৈরি করে রেখেছে, আর সেটিই মাঠে ঝলকে উঠেছে। এই ঘটনার পর দুই দলের মধ্যে আগামি ম্যাচকে ঘিরেও উত্তেজনার আভাস মিলছে।

আর্জেন্টিনার জন্য এই ড্রটা অনেকটাই সম্মান বাঁচানোর মতোই ছিল। শুরুতেই লুইস দিয়াজের দুর্দান্ত একক প্রচেষ্টায় এগিয়ে যায় কলম্বিয়া। এরপর এনজো ফার্নান্দেজের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা। সেই সাথে আরও চাপে পড়ে মেসি বাহিনী। 

তবে ম্যাচের শেষদিকে থিয়েগো আলমাদার দূরপাল্লার নিচু শটে সমতায় ফেরে স্বাগতিকরা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তালের দর্শকদের সামনে এই গোল কিছুটা স্বস্তি এনে দেয়।   

বিজ্ঞাপন

ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগ কিছুটা অগোছালো ছিল, আর মাঝমাঠেও খুব একটা প্রভাব রাখতে পারেনি। এনজোর লাল কার্ড ম্যাচের গতি পুরো বদলে দেয়। এই ড্রয়ের পরও আর্জেন্টিনা এখনো দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ভালো অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সম্প্রতি কোপা আমেরিকার ফাইনাল বিরূপ মন্তব্য করেন কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। ওই সময় তিনি বলেছিলেন, কোপা আমেরিকায় আমাদের দারুণ আসর কেটেছে। অবশ্যই আমরা শিরোপা চেয়েছিলাম, তবে আমার মতে আমরা ভিন্ন কিছু কারণে জিততে পারিনি। রেফারি আর্জেন্টিনাকে আনুকূল্য দিয়েছেন। আমাদের প্রাপ্য পেনাল্টি দেননি। আমার মতে সেটি নিশ্চিত পেনাল্টি ছিলো।

টিওয়াইসি’র মতে, মেসি কলম্বিয়া তারকার উদ্দেশ্যে বলেন, তুমি বলেছ তারা (রেফারি) আমাদের ফাইনালে সহায়তা করেছে। তুমি বেশি কথা বলো। 

জবাবে হামেস বলেন, আমি (এমন) কিছু বলিনি। পরে আজকের ম্যাচ শেষে গণমাধ্যমের পক্ষ থেকে এ নিয়ে আর্জেন্টাইন অধিনায়কের কাছে জানতে চাওয়া হলে তিনি এড়িয়ে যেতে চাইলেন, মাঠে যা হয়েছে, সেটি মাঠেই থাকুক।

এদিকে, কলম্বিয়া-আর্জেন্টিনার আজকের ম্যাচটিতে বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেই রেশ ছিল ম্যাচ শেষেও। যখন দুই দলের ফুটবলাররা হাত মিলিয়ে মাঠ ছাড়বেন, তখনই ফের উভয়পক্ষের মাঝে বাক-বিতণ্ডা দেখা যায়। আর্জেন্টিনার এজাকুয়েল প্যালাসিওস ও নিকোলাস ওতামেন্ডির সঙ্গে তর্কে জড়ান কলম্বিয়ার রিচার্ড রাইওস। ওই ঘটনায় অবশ্য রেফারিকে দায়ী করেছেন মেসি। 

প্যারাগুইয়ান রেফারি জুয়ান গ্যাব্রিয়েল বেনিতেজের দিকে আঙুল উঁচিয়ে তিনি বলেন, আপনার সিদ্ধান্তের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আর্জেন্টিনা বিশ্বকাপে আগেই জায়গা করে নিয়েছে, তাই এই বাছাইপর্বের ম্যাচগুলো স্কালোনির কাছে মূলত স্কোয়াড ঘুরিয়ে দেখা। নতুন কম্বিনেশন গড়া এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার মঞ্চ।

তবে কলম্বিয়ার বিপক্ষে ১০ জনের দলে পরিণত হয়ে খেলার মধ্যেও পয়েন্ট বাঁচানো প্রশংসনীয় হলেও, দলের সামগ্রিক পারফরম্যান্স চিন্তার কারণ হতে পারে। মেসি ছিলেন মূল একাদশে, কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারেননি। আর তাকে তুলে নেওয়ার মিনিট চারেকের মধ্যেই গোল পাওয়া কিছুটা প্রতীকীও যেন দলের পরবর্তী প্রজন্মও দায়িত্ব নিতে প্রস্তুত।

আরও পড়ুন

এই ম্যাচটা অবশ্যই স্কালোনিকে কিছু নতুন করে ভাবতে বাধ্য করবে, বিশেষ করে রক্ষণভাগ ও মিডফিল্ডের স্থিতি নিয়ে। ভবিষ্যতের জন্য এ এক জরুরি সতর্কবার্তা।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission