ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চমক দিয়ে রিশাদকে বরণ করে নিলেন রাজা ও আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০৪:১৭ পিএম


loading/img
ছবি: ফেসবুক

আগামী ১১ এপ্রিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠবে। আর এই আসর দিয়ে পিএসএলে অভিষেক হচ্ছে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ইতিমধ্যে পাকিস্তানে তার দল লাহোর কালান্দার্সের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ। সেখানে রিশাদকে বরণ করে নিয়েছেন সিকান্দার রাজা ও শাহিন আফ্রিদি।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) বিকেলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে লাহোর। সেখানে দেখা যায় দলের প্রতিটি খেলোয়াড়ের রুমে গিয়ে অভিনন্দন জানাচ্ছেন শাহিন আফ্রিদি ও জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজা।

এ সময় রিশাদের দরজার সামনে এগিয়ে নক করেন তারা। দরজা খুলে রিশাদ বের হয়ে তার সঙ্গে বাংলা ভাষায় কথা বলেন শাহিন ও রাজা। শাহিন বলেন, আমি তোমাকে ভালোবাসি। আর রাজা বলেন, তুমি আমার বন্ধু হবে?

বিজ্ঞাপন
আরও পড়ুন

এরপর দলের মালিকের সঙ্গে রিশাদের পরিচয় করিয়ে দিতে দেখা যায় শাহিন আফ্রিদিকে। এর আগে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন রিশাদ হোসেন।

বিজ্ঞাপন

পিএসএলের এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা ভিন্ন ভিন্ন দলের হয়ে মাঠ মাতাবেন।

লিটন ও রিশাদ দলের সঙ্গে যোগ দিলেও টাইগার পেসার নাহিদ রানা এখনই পাকিস্তানে যাচ্ছেন না। কারণ, পুরো আসরের জন্য নাহিদ রানাকে ছাড়েনি বিসিবি। সিলেট টেস্টের পরেই তার দল পেশোয়ার জালমি তাকে পাবে।  

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |