মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ফুটবলার। তার নাম অ্যারন বুপেন্দজা। তিনি মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ফুটবলার। অস্বাভাবিকভাবে এই খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। চীনের একটি ভবনের ১১ তলা থেকে পড়ে তিনি মারা যান। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলে, ২০২১ আফ্রিকা কাপ অব ন্যাশন্স (আফকন) টুর্নামেন্টে গ্যাবনের হয়ে খেলেছিলেন বুপেন্দজা। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে ৩৫টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন তিনি। ক্লাব ফুটবলে আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে চীনের ক্লাবে যোগ দিয়েছিলেন বুপেন্দজা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাইনিজ ক্লাব জিজিয়াং এফসি’র হয়ে খেলছিলেন।
স্বদেশি গ্যাবনের ক্লাব সিএফ মোনানার হয়ে ক্যারিয়ার শুরু করে বুপেন্দজা পরবর্তীতে ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন।
গোলডটকম জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ভবনের ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যুর ঘটনার তদন্ত করছে জিজিয়াং প্রদেশের পুলিশ। দুর্ঘটনা ঘটার সময় বুপেন্দজার সঙ্গে তার ভাইও ছিল। ধারণা করা হচ্ছে তাকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ কিংবা পুলিশ কাস্টডিতেও নেওয়া হতে পারে। এত ওপর থেকে পড়ে যাওয়ার ঘটনায় কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না স্থানীয় চাইনিজ প্রশাসন।
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শোক জানিয়েছেন গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস কোলটেয়ার ওলগুই এবং ফুটবল ফেডারেশন (ফেগাফুট)।
ফেগাফুটের বিবৃতিতে বলা হয়, ‘বুপেন্দজা সেরা একজন স্ট্রাইকার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন, ক্যামেরুনে তিনি (আফকন টুর্নামেন্টে) নিজের দক্ষতা দেখিয়েছিলেন। ফেগাফুট এবং গ্যাবানিজ ফুটবল পরিবার তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’
আর্সেনালের সাবেক তারকা স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংও তিনিও শোক জানিয়েছেন সাবেক সতীর্থের মৃত্যুতে। ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি দিয়ে অবামেয়াং লিখেছেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। শান্তিতে থাকো আমার ভাই।’
আরটিভি/এসকে/এআর