আগামী বছর প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। এই আসরটি আয়োজন করবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। এই বিশ্বকাপে লিওনেল মেসি খেলবে কি না তা এখনও নিশ্চিত হয়নি। বেশ কয়েকবার নিজের ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে মেসি বলেন, এখনও এসব নিয়ে কিছু ভাবিনি।
সম্প্রতি ‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানেও একই কথা বলেছেন এই আর্জেন্টাইন তারকা। মায়ামি কমপ্লেক্সে গিয়ে মেসির বিশ্বকাপ ভাবনা শুনেছেন কিকে ও তার ছেলে পেদ্রো।
মেসি বলেছেন, সত্যি হচ্ছে, আপনি যদি থামতে এবং এটি নিয়ে ভাবতে চান তাহলে এখনও সময় আছে। তবে এটাও ঠিক সময় দ্রুত চলে যায়। আমি দেখব কেমন অনুভব করব। অবশ্যই এটা নিয়ে ভাবছি। তবে লক্ষ্য স্থির করতে চাচ্ছি না।
তবে বিশ্বকাপের বছর তার কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে মেসি বলেন, আমার জন্য এ বছর খুবই গুরুত্বপূর্ণ। দিন ধরে ধরে এগিয়ে যেতে চাই এবং শারীরিকভাবে কেমন অনুভব করব সেটার ওপর নির্ভর করবে। সেখানে থাকতে পারব কি না এ নিয়ে আমাকে সৎ থাকবে হবে।
২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে শিরোপা খুইয়েছিল আর্জেন্টিনা। না হলে মেসির কাছে দুটি বিশ্বকাপ থাকত। এ নিয়ে মেসি বলেন, ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় হয়েছে। দৃষ্টিভঙ্গি পাল্টেছে। দুটি বিশ্বকাপ জিততে পারতাম, তবে আমার বিশ্বকাপ আছে।
আরটিভি/এসআর/এস