জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ফিফটির আক্ষেপ নিয়ে শান্ত আউট হলেও হতাশ হননি মুমিনুল হক। ১০০ বলে নিজের অর্ধশতক তুলে নেন তিনি। এরপর ৬ রান যোগ করতেই সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৭ রান। জাকের আলী ১ রান ও তাইজুল ইসলাম ১ রানে ব্যাট করছেন।
রোববার (২০ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনের ব্যাট থেকে আসে ৩১ রান। তবে ইনিংস বড় করতে পারেননি সাদমান।
২৩ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন এই বাঁ-হাতি ওপেনার। ১ রানের ব্যবধানে সাদমানের দেখানে পথে হাঁটেন জয় (১৪)। এতে দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
এরপর টাইগার শিবিরের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ।
প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলছে টাইগাররা। লাঞ্চ বিরতির মাঠে নেমে দেখে শুনেই খেলছিলেন দুই ব্যাটার। তবে ৩২তম ওভারে মুজারাবানিতে কাট করতে গিয়ে ক্যাচ আউট হন শান্ত। ৬৯ বলে ৪০ রান করে ফিফটির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এদিন ইনিংস বড় করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ১৮ বলে ৪ রান করে ক্যাচ আউট হন তিনি। তবে অপর প্রান্ত থেকে ১০০ বলে ফিফটি তুলে নেন মুমিনুল। এরপর ৬ রান তুলতেই সাজঘরে ফিরতে হয়েছে এই বাঁ-হাতি ব্যাটারকে। ৪ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ।
আরটিভি/এসআর/এস