স্প্যানিশ তরুণীর কাছে পরিচয় গোপন করলেন ইয়ামাল, নেপথ্যে যে কারণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ১২:৪৫ পিএম


স্প্যানিশ তরুণীর কাছে পরিচয় গোপন করলেন ইয়ামাল, নেপথ্যে যে কারণ
ইয়ামাল। ছবি: এএফপি

মাত্র ১৭ বছরেই ফুটবল মাঠে উড়তে শুরু করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। বিশ্লেষকরা তাকে ভবিষ্যৎ মেসি বলে অ্যাখায়িত করেছে। স্পেনের জনপ্রিয় ফুটবলার হওয়া সত্ত্বেও ইয়ামালকে চিনতে পারেননি এই তরুণী। তাই সেই তরুণীর কাছে নিজেকে রায়ান বলে দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি স্পেনের এক রাস্তায় হেঁটে যাওয়ার পথে এক তরুণী এসে ইয়ামালকে তার সঙ্গীদের সঙ্গে ছবি তুলে দিতে বলেন। প্রথমে স্প্যানিশ তারকাকে চিনতে পারেননি তারা। পরমুহূর্তেই তাদের আন্দাজ হয়, তিনি ফুটবল তারকা লামিনে ইয়ামাল। পরিস্থিতি আঁচ করতে পেরে নিজের নাম লুকিয়ে ‘রায়ান’ বলে পরিচয় দেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, ক্যাপ পরিহিত ইয়ামাল রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে ছবি তোলার জন্য হাতে ফোন তুলে দেন এক তরুণী। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

একটু পরই ইয়ামালের মুখ দেখে তার সন্দেহ হয়। এরপর এগিয়ে জিজ্ঞেস করেন, দয়া করে আপনার নামটা বলবেন? ছবি তোলার প্রস্তুতি নিতে নিতে ইয়ামাল পরিচয় লুকিয়ে নিজের নামটা বলেন, রায়ান।

বিজ্ঞাপন

কিন্তু ইয়ামালের কথা বিশ্বাস না হওয়ায় সেই তরুণী আবারও জিজ্ঞেস করে বলেন, আর আসল নামটা? ইয়ামাল আবারও একই উত্তর দেন, ‘রায়ান।’ বিশ্বাস না হওয়ায় এ সময় পেছনে দাঁড়ানো নারীরা ‘না না’ করতে থাকেন। আর এর মধ্যেই কোনো একজনকে বলতে শোনা যায়, ‘ইয়ামাল।’

বিজ্ঞাপন

মজার এই ঘটনার ফুটেজ পরে লামিনে ইয়ামালের ভক্তরা সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছেন। সেখানে এক ভক্ত লিখেন– ‘কি দারুণ!’ আরেকজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, রায়ান ইয়ামাল। 

প্রসঙ্গত, ক্লাব ফুটবলে দারুণ এক মৌসুম কাটাচ্ছেন লামিনে ইয়ামাল। সবমিলিয়ে স্প্যানিশ এই তরুণ তারকা এই মৌসুমে ৪০টি গোলে অবদান রেখেছেন। যেখানে গোল ১৬ এবং অ্যাসিস্ট ২৪টি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission